সহায়তা
ক. শব্দ খুঁজা
১। সার্চবক্সে কাঙ্ক্ষিত শব্দটি লিখে “শব্দ খুঁজুন” বোতামে চাপুন। উক্ত শব্দের পৃষ্ঠাটি দেখাবে।
ডেস্কটপের ক্ষেত্রে, অ্যানসি (ANSI) এনকোডেড বাংলা শব্দ দিয়ে সার্চ করতে চাইলে “সেটিংস” পাতায় গিয়ে অ্যানসি (ANSI) এনকোডিং সিলেক্ট করে সেভ করতে হবে। তাহলে বিজয় ক্ল্যাসিক মোডে লিখিত, অর্থাৎ সুতন্বী এমজে ফন্টের শব্দ ব্যবহার করা যাবে। ইউনিকোডে ফিরে আসতে একইভাবে “সেটিংস” পাতায় গিয়ে ইউনিকোড এনকোডিং সিলেক্ট করে সেভ করতে হবে।
২। প্রদত্ত শব্দটি পাওয়া না গেলে, ঐ শব্দাংশ দিয়ে শুরু হওয়া ভুক্তিগুলো দেখাবে। যেমন:- ‘কখ’ দিয়ে সার্চ করলে কখন, কখনই, কখনো, কখনোই, কখনো কখনো, কখনো সখনো ইত্যাদি শব্দগুলো দেখাবে।
এছাড়া “বর্ণানুযায়ী শব্দ” পাতাতে সার্চবক্সে কমপক্ষে ২টি বাংলা অক্ষর লিখে ১ সেকেন্ডের মতো দেরি করলে, একইভাবে শব্দগুলো (সর্বোচ্চ ৮টি) প্রস্তাব করবে।

৩। দ্বিতীয় ধাপেও কোনো শব্দ পাওয়া না গেলে সেক্ষেত্রে অন্য বানানের শব্দ প্রস্তাব করবে। যেমন:- ‘চেপ্টা’ দিয়ে সার্চ করলে ‘চ্যাপটা’ শব্দটি প্রস্তাব করবে।
৪। সর্বশেষ কোনো ধরনের শব্দই প্রস্তাব করা সম্ভব না হলে, “শব্দটি পাওয়া যায়নি” মেসেজ দিবে।
খ. নির্দিষ্ট পৃষ্ঠায় যাওয়া

“অভিধানের পৃষ্ঠা” পাতায় আগে, পরে, শুরু, শেষ ইত্যাদি বোতামগুলো চেপে যথাক্রমে আগের পৃষ্ঠা, পরের পৃষ্ঠা, প্রথম পৃষ্ঠা (পৃষ্ঠা ১) ও শেষের পৃষ্ঠায় (পৃষ্ঠা ১৪০৮) যাওয়া যাবে। এছাড়া মাঝের বক্সে নির্দিষ্ট পৃষ্ঠা নম্বর লিখে এন্টার চাপলে উক্ত পৃষ্ঠাটি প্রদর্শিত হবে।
গ. শব্দসংক্ষেপ ও সংকেতসূচি
- [অজ্ঞা.]
- অজ্ঞাতমূল
- অতুল.
- অতুলপ্রসাদ সেন
- অনু.
- অনুসর্গ
- অনুক্রি.
- অনুজ্ঞা ক্রিয়া
- অন্নদা.
- অন্নদাশঙ্কর রায়
- অপ্র.
- অপ্রচলিত
- অবনীন্দ্র.
- অবনীন্দ্রনাথ ঠাকুর
- অব্য.
- অব্যয়
- [অর্বাস.]
- অর্বাচীন সংস্কৃত
- অশা.
- অশালীন
- অশি.
- অশিষ্ট
- [অশুপ্র.]
- অশুদ্ধ প্রচলিত/অশুদ্ধ প্রয়োগ
- অসক্রি.
- অসমাপিকা ক্রিয়া
- [অহ.]
- অহমিয়া
- [আ.]
- আরবি
- [আইরি.]
- আইরিশ
- [আঞ্চ.]
- আঞ্চলিক
- আনি.
- আদিনিবাস
- [আফ্রি.]
- আফ্রিকান
- [আবৈশ.]
- আন্তর্জাতিক বৈজ্ঞানিক শব্দাবলি
- (আয়ু.)
- আয়ুর্বেদ
- (আল.)
- আলংকারিক
- [ইতা.]
- ইতালিয়ান
- [ইনু.]
- ইনুয়িট (এস্কিমো)
- (উদ্ভিদ.)
- উদ্ভিদবিদ্যা
- [ই.]
- ইংরেজি
- ঈশ্বর.
- ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর
- [উ.]
- উর্দু
- [ওড়.]
- ওড়িয়া
- ওবায়দুল্লাহ.
- আবু জাফর ওবায়দুল্লাহ
- [ওল.]
- ওলন্দাজ
- কাদরী.
- শহীদ কাদরী
- কামিনী.
- কামিনী রায়
- কাশীরাম.
- কাশীরাম দাস
- কিমি.
- কিলোমিটার
- কৃষ্ণচন্দ্র.
- কৃষ্ণচন্দ্র মজুমদার
- ক্রি.
- ক্রিয়া
- ক্রিবি.
- ক্রিয়াবিশেষ্য
- ক্রিবিণ.
- ক্রিয়াবিশেষণ
- ক্রিমূ.
- ক্রিয়ামূল
- খনা.
- খনার বচন
- খ্রি.
- খ্রিষ্টাব্দ
- খ্রি. পূ.
- খ্রিষ্টপূর্ব
- (গ.)
- গণিত
- গাফ্ফার.
- আবদুল গাফ্ফার চৌধুরী
- [গুজ.]
- গুজরাতি
- গুপ্ত.
- ঈশ্বর গুপ্ত
- গোবিন্দ.
- গোবিন্দ দাস
- [গ্রি.]
- গ্রিক
- চণ্ডী.
- চণ্ডীদাস
- [চী.]
- চীনা
- [চেক.]
- চেক ভাষা
- [জ.]
- জর্মন
- জসীম.
- জসীমউদ্দিন
- [জাপ.]
- জাপানি
- জাফর.
- সিকান্দার আবু জাফর
- জীবনানন্দ.
- জীবনানন্দ দাশ
- (জীব.)
- জীববিদ্যা
- [জু.]
- জুলু
- (জ্যা.)
- জ্যামিতি
- (জ্যোতি.)
- জ্যোতিষশাস্ত্র
- (জ্যোবি.)
- জ্যোতির্বিদ্যা
- [ট্রেড.]
- ট্রেডমার্ক
- [ডেন.]
- ডেনিশ
- [তামি.]
- তামিল
- [তি.]
- তিব্বতি
- [তুর.]
- তুর্কি
- তুল.
- তুলনীয়
- [তেলে.]
- তেলেগু
- দর্শন.
- দর্শনশাস্ত্র
- দীনবন্ধু.
- দীনবন্ধু মিত্র
- [দেশি.]
- দেশি শব্দ
- দ্বিজেন্দ্র.
- দ্বিজেন্দ্রলাল রায়
- দ্র
- দ্রষ্টব্য
- [দ্রা.]
- দ্রাবিড়
- [ধ্বন্যা.]
- ধ্বন্যাত্মক
- [ধারু.]
- ধারুক (অধুনালুপ্ত)
- নজরুল.
- কাজী নজরুল ইসলাম
- নির্মল.
- নির্মলেন্দু গুণ
- নূরুল.
- মুহম্মদ নূরুল হুদা
- [নে.]
- নেপালি
- [প.]
- পঞ্জাবি
- (পদার্থ. )
- পদার্থবিদ্যা
- পরশু.
- পরশুরাম
- (পরি.)
- পরিভাষা
- [পা.]
- পালি
- পৃ
- পৃষ্ঠাসংখ্যা
- [পো.]
- পোর্তুগিজ
- প্র.
- প্রবাদ / প্রবচন
- প্রতুল.
- প্রতুল মুখোপাধ্যায়
- [প্রা.]
- প্রাকৃত
- [প্রাবা.]
- প্রাচীন বাংলা
- প্রেমেন্দ্র.
- প্রেমেন্দ্র মিত
- [ফ.]
- ফরাসি
- [ফা.]
- ফারসি
- [ফ্ল.]
- ফ্লেমিশ
- বঙ্কিম.
- বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায়
- [বর্মি.]
- বর্মি
- [বা.]
- বাংলা
- [বামা.]
- বাহ্সা মালয়েশিয়া
- বি.
- বিশেষ্য
- বিণ.
- বিশেষণ
- বিদ্যা.
- বিদ্যাপতি
- বিমল.
- বিমলচন্দ্র ঘোষ
- বিষ্ণু.
- বিষ্ণু দে
- (ব্য.)
- ব্যঙ্গে
- [ব্যক্তি.]
- ব্যক্তিনাম
- (ব্যা.)
- ব্যাকরণ
- [ব্রজ.]
- ব্রজবুলি
- (ভাষা.)
- ভাষাবিজ্ঞান
- [মবা.]
- মধ্য বাংলা
- [মর.]
- মরাঠি
- মধু
- মাইকেল মধুসূদন দত্ত
- [মা.]
- মালয়ি
- মানিক.
- মানিক বন্দ্যোপাধ্যায়
- [মাল.]
- মালয়ালম
- মাহবুব.
- মাহবুব উল আলম চৌধুরী
- মাহমুদ.
- আল মাহমুদ
- মিমি.
- মিলিমিটার
- মুকুন্দ.
- মুকুন্দরাম চক্রবর্তী
- [মৈ.]
- মৈথিলী
- [যব.]
- যবদ্বীপ
- রঙ্গলাল.
- রঙ্গলাল বন্দ্যোপাধ্যায়
- রজনী.
- রজনীকান্ত সেন
- রফিক.
- রফিক আজাদ
- রবীন্দ্র.
- রবীন্দ্রনাথ ঠাকুর
- (রসা.)
- রসায়নশাস্ত্র
- রামনিধি.
- রামনিধি গুপ্ত
- রামপ্রসাদ.
- রামপ্রসাদ সেন
- [রু.]
- রুশ
- লতিফ.
- আবদুল লতিফ
- [লা.]
- লাতিন
- [লাপ্পি.]
- লাপ্পিশ
- শক্তি.
- শক্তি চট্টোপাধ্যায়
- শঙ্খ.
- শঙ্খ ঘোষ
- শামসুর.
- শামসুর রাহমান
- শিবরাম.
- শিবরাম চক্রবর্তী
- [স.]
- সংস্কৃত
- সত্যেন্দ্র.
- সত্যেন্দ্রনাথ দত্ত
- সর্ব.
- সর্বনাম
- সলিল.
- সলিল চৌধুরী
- সাঁও
- সাঁওতালি
- (সা.)
- সাল্লাল্লাহু আলাইহে ওয়াসাল্লাম
- [সিং.]
- সিংহলি
- সুকান্ত.
- সুকান্ত ভট্টাচার্য
- সুধীন.
- সুধীন্দ্রনাথ দত্ত
- সুভাষ.
- সুভাষ মুখোপাধ্যায়
- সেমি.
- সেন্টিমিটার
- [স্ক্যান.]
- স্ক্যান্ডেনেভিয়ান
- [স্থান.]
- স্থাননাম
- [স্পে.]
- স্পেনীয় / স্প্যানিশ
- হক.
- সৈয়দ শামসুল হক
- হরপ্রসাদ.
- হরপ্রসাদ শাস্ত্রী
- হরিশচন্দ্র.
- হরিশচন্দ্র মিত্র
- হাসান.
- হাসান হাফিজুর রহমান
- [হি.]
- হিন্দি
- n͡ɦ
- ন-এর মহাপ্রাণ রূপ
- m͡ɦ
- ম-এর মহাপ্রাণ রূপ
- r͡ɦ
- র-এর মহাপ্রাণ রূপ
- l͡ɦ
- ল-এর মহাপ্রাণ রূপ
- জ়
- বিদেশি শব্দে Z-ধ্বনির রূপ
- ফ়
- বিদেশি শব্দে f-ধ্বনির রূপ
- ভ়
- বিদেশি শব্দে V-ধ্বনির রূপ
- >
- যেখান থেকে বা যা থেকে আগত
- «
- দীর্ঘ ঋ

বাংলা একাডেমি আধুনিক বাংলা অভিধান
রকমারি’তে কিনুন ❯