তথ্য

“বাংলা একাডেমি আধুনিক বাংলা অভিধান” অনুসারে ২৮/০৬/২০২৪ ইং তারিখে এটি ডেভেলপ করার কাজ শুরু করা হয়। তবে ভুক্তিগুলো অনেক আগেই টাইপ করে রেখেছিলাম।

কোনো শব্দের পৃষ্ঠা খুঁজে পেতে হলে শব্দটি যেভাবে এন্ট্রি দেয়া হয়েছে হুবহু সেভাবেই টাইপ করতে হবে। সেজন্য কোনো অপ্রমিত কিংবা কোনো অশুদ্ধ বানানের শব্দ না পাওয়ার সম্ভাবনাই বেশি। সেক্ষেত্রে শব্দের প্রথম কিছু অংশ লিখে সার্চ করলে ঐ শব্দাংশ দিয়ে শুরু হওয়া ভুক্তিগুলো দেখাবে। যেমন:- ‘কখ’ দিয়ে সার্চ করলে কখন, কখনই, কখনো, কখনোই, কখনো কখনো, কখনো সখনো ইত্যাদি শব্দগুলো প্রস্তাব করবে।

ডেভেলপার: ইকবাল কবির
ওয়েবসাইট: iqbir.com
ইমেইল: admin@iqbir.com
সর্বশেষ আপডেট: ১৫/১১/২০২৪