তথ্য

“বাংলা একাডেমি আধুনিক বাংলা অভিধান।” সম্পাদক: জামিল চৌধুরী। পরিবর্ধিত ও পরিমার্জিত সংস্করণ: এপ্রিল ২০১৬।

বাংলা একাডেমি আধুনিক বাংলা অভিধান

বাংলা একাডেমি আধুনিক বাংলা অভিধান

সম্পাদক: জামিল চৌধুরী।

সম্ভবত ২০২১ সালের দিকে উক্ত অভিধানটির একটি পিডিএফ কপি অনলাইনে পাই। তখন থেকে বিভিন্ন লেখালেখিতে প্রমিত শব্দ খুঁজে পেতে বইটি ব্যবহার করতে থাকি। তবে পিডিএফ থেকে শব্দ বা ভুক্তি খুঁজে পাওয়াটা খুবই সময়সপেক্ষ ও বিরক্তিকর ছিল।

ইতিপূর্বে অন্য একটি কাজে ব্যবহারের জন্য ভুক্তিগুলো টাইপ করে রেখেছিলাম। হঠাৎ আমার খেয়াল হয় যে, ভুক্তিগুলোর সাথে পৃষ্ঠা নম্বর যোগ করে আমি সহজেই সংশ্লিষ্ট পৃষ্ঠাটিতে যেতে পারি। সে অনুসারে ২৮/০৬/২০২৪ ইং তারিখে সাইটটি ডেভেলপ করার কাজ শুরু করি।

যেহেতু পৃষ্ঠা খুঁজার উদ্দেশ্যে ভুক্তিগুলো টাইপ করা হয়নি, ফলে এমন অনেক শব্দ রয়ে গিয়েছে যেগুলো অভিধানে ভুক্তি হিসেবে নেই। তাছাড়া টাইপিংজনিত ভুলের কারণেও কিছু অশুদ্ধ শব্দ থেকে যেতে পারে। এক্ষেত্রে ভুলগুলো ধরিয়ে দেওয়ার অনুরোধ থাকলো।

খোলাসাকরণ: এই ওয়েবসাইটে প্রদত্ত রকমারি’র লিংকের মাধ্যমে কেউ কিছু কিনলে আমি কমিশন পাব। ওয়েবসাইটটি চালু রাখতে যা সহায়ক হিসেবে কাজ করবে এবং এর ভবিষ্যৎ উন্নয়নে প্রেরণা জোগাবে।

ডেভেলপার: ইকবাল কবির
ওয়েবসাইট: iqbir.com
ইমেইল: admin@iqbir.com
সর্বশেষ আপডেট: ২৮/০৩/২০২৫

সেটিংস